প্রকাশিত: Mon, Mar 27, 2023 2:47 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:26 PM

সেই শাড়িটা

শারফিন শাহ : ১৯৭১ সালের এপ্রিলের প্রথম সপ্তাহ। ঠাকুরগাঁওয়ে শাহানা বেগমের সঙ্গে আবদুর রশিদের বিয়ে হয়ে যায়। যুদ্ধ শুরু হবার পূর্ব মুহূর্ত, তাই বিয়ের আনুষ্ঠানিকতায় আড়ম্বর ছিল না। নববধূকে কিছু দিতে পারেননি বলে আবদুর রশিদের মনে একটা চাপা কষ্ট ছিল। ঠাকুরগাঁওয়ে পাকবাহিনী এলে এপ্রিলের শেষ সপ্তাহে সপরিবার ভারতে চলে যান তিনি। আশ্রয়শিবিরে পরিবারের সদস্যদের রেখে মে মাসের মাঝামাঝি মুক্তিযুদ্ধে অংশ নেন আবদুর রশিদ। যুদ্ধের ভেতরই স্ত্রীর জন্য একটা শাড়ি কেনেন। সেই শাড়ি নিয়েই সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন এই বীর যোদ্ধা। আগস্টের শেষ সপ্তাহে সম্মুখসমরে শহীদ হন আবদুর রশিদ। শাড়িটা আর স্ত্রীর হাতে তুলে দিতে পারেননি। স্বাধীনতার পর শাহানা বেগমের হাতে শাড়িটা পৌঁছে দেন আবদুর রশিদের এক সহযোদ্ধা। জীবনের অনেক টানাপোড়েনের মধ্যেও শাড়িটা আগলে রেখেছিলেন শাহানা বেগম। সেই শাড়ি গণহত্যা  জাদুঘরের কাছে হস্তান্তর করেছেন তিনি। তথ্য ও ছবি: প্রথম আলো। লেখক: প্রাবন্ধিক ও গবেষক